Archive for অক্টোবর 2013

পরীক্ষা শেষ হয়ে গেল, এখন ছুটির পালা...

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩
লিখেছেনঃ Rabiul Islam

বিসমিল্লাহির রাহমানির রাহিম।


আলহামদুলিল্লাহ। যতটা ধারণা করেছি তার চেয়ে ভালোই হয়েছে পরীক্ষাটা। একদম পানির মত সহজ। তারপর আবার আমার সামনে পিছনে আমাদের বর্ষের তালিবুল ইলমরাও ছিল! সুতরাং না পারার কোন কারণ নেই।

দুপুরে যোহরের নামাজের পর ছুটি হতে পারে, এবার অবশ্য ছুটি একটু কম হবে। কারণ পনেরো দিন পর তো বাংলাদেশে নতুন করে গণ্ডগোল হতে পারে। তাই ছুটি দুই দিন কমিয়ে তের দিন দেয়া হয়েছে।


আগামীকাল মাদরাসার হাফলাহ্‌......

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩
লিখেছেনঃ Rabiul Islam
আগামিকাল মাদরাসার হাফলাহ অনুষ্ঠিত হবে। আমি যথারীতি বিতর্কে অবস্থান করছি। আজ মাগরিবের পর থেকে কোন পড়া হল না! বিতর্কের যুক্তি-তর্ক নিয়েই রাত এগারোটা পর্যন্ত কাটিয়ে দিলাম মাদরাসায়। রাতে অবশ্য মাদরাসায়ই খেয়েছি। আলুভাজি ,ডাল আর ভাত। খুব ভালো লেগেছে !

বাসায় ফ্রিজের ভিতর মিষ্টি ছিল। মাফি ভাইয়া এনেছে। একটা মিষ্টি খেয়েই কম্পুর সামনে বসে গেলাম।

আজ সকালে নূরুল আনওয়ার দরস হতে পারে

বুধবার, ২ অক্টোবর, ২০১৩
লিখেছেনঃ Rabiul Islam


গতকাল বড় হুজুর বলেছেন আজ থেকে প্রতিদিন নূরুল আনওয়ার দরস হবে। সকাল আটটায় শুরু হবে, আর যদি সকালে তিনি আসতে না পারেন তাহলে রাতে এশার পর শুরু হবে।
সুতরাং অনাবাসিক সকল ছাত্রদেরকে সকাল আটটার আগেই মাদরাসায় যেতে হবে বাধ্যতামূলক ভাবেই। এমনকি রাতে এশার পরও থাকতে হতে পারে!

এখন যেতে হবে, তাই বেশি লিখতে পারলামনা।

আমার ব্লগে আপনাকে স্বাগতম

কিছু লেখা

Copyright © রবিউল ইসলাম - Powered by Blogger