Archive for অক্টোবর 2014

মাকতাবায় শামেলা, সমস্যা এবং সমাধান !

বুধবার, ১৫ অক্টোবর, ২০১৪
লিখেছেনঃ Rabiul Islam
আসসালামু আলাইকুম!
আশা করি মাকতাবায় শামেলার সাথে পরিচয় করিয়ে দেয়ার কোন প্রয়োজন নেই! সহস্রাধিক ইলমী, ইসলামী আরবী কিতাবের এই সফটওয়ার সকল আলেম ও তালিবুল ইলমের কাছে খুবই প্রিয়। আমি একাধিক আলেমকে দেখেছি যারা শুধুমাত্র এই মাকতাবা শামেলা ব্যবহারের জন্যই মোবাইল বা পিসি কিনেছেন!

মাকতাবায় শামেলার নতুন ব্যবহারকারিরা প্রাথমিক অবস্থায় কিছু সমস্যায় পড়েন, যার সমাধান করাটা সহজ কিন্তু না জানা থাকার কারনে এবং বাংলায় এর কোন সমাধান খুজে না পাওয়ার কারনে তারা এটাকে বিরাট সমস্যা মনে করেন।

মাকতাবায় শামেলা


সমস্যা নাম্বার একঃ  মাকতাবায় শামেলা ডাউনলোড করা!

সমাধানঃ  এই সফওয়ারটির সাইজ (কিতাব সহ) প্রায় দুই থেকে তিন গিগাবাইটের মত, তাই সহজ হল আপনার নিকটের কারও কাছে থেকে এটা সংগ্রহ করা অথবা দোকান থেকে এটার একটা ডিভিডি কিনে নেয়া। (বাড্ডার মাকতাবাতুল আযহারে সম্ভবত পাওয়া যায়)। আর যদি আপনার ইন্টারনেট আনলিমিটেড হয় এবং স্পিডও মোটামোটি ভালো থাকে প্লাস আপনার ধৈর্যও থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন এই ঠিকানা থেকেঃ  http://shamela.ws/index.php/page/download-shamela

এখানে একটা পেজ আসবে নিচের মত, আপনি টরেন্ট ফাইল অথবা সরাসরি সম্পুর্ন সফটটি 7zip ফাইলে অথবা খন্ড খন্ড ভাবে 7zip ফাইলে ডাউনলোড করতে পারেন।

টরেন্ট ফাইল ডাউনলোড এর জন্য আপনাকে টরেন্ট সফট ব্যবহার করতে হবে, যেমন uTorrent বা bitTorrenT । আর 7 ZIP বা RAR ফাইল আনজিপ করার জন্য 7zip অথবা winRAR অথবা IZArc সফটওয়ার প্রয়োজন হবে।
কিতাব ছাড়া শুধুমাত্র মাকতাবায় শামেলা সফটওয়ারটি ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুনঃ http://d.shamela.ws/downloads/shamela3.61.rar সাইজঃ ২৩+ মেগাবাইট!


দ্বিতীয় সমস্যাঃ মাকতাবা শামেলা ইনস্টল করার পর আরবী লেখা দেখা যায় না। বরং একধরনের দুর্বোধ্য চিহ্ন আসে!    



সমাধানঃ  এটা সাধারন একটা সমস্যা, কিন্তু আমার মনে আছে এই সমস্যার কারনে আমি সৌদি থেকে আসা মাকতাবায় শামেলার ডিভিডিকে নষ্ট বলে ফেরত দিয়েছিলাম :P !

যাই হোক, এক্ষেত্রে কম্পিউটারে ভাষাটা একটু পরিবর্তন করতে হবে।  নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১) প্রথমে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে ( Control Panel )  যান।
২) সেখানে থেকে 'Clock, Language and Region' অপশনে যান।
৩) তারপর "Region and Language" অপশনের নিচে "Change Display Language" লেখাটাতে ক্লিক করুন।
৪) একটা পপআপ উইন্ডো আসবে, সেখানে "Administrative" মেনুতে ক্লিক করুন, তার পর নিচে "Change System local..." লেখাতে ক্লিক করুন।
৫) আরেকটা পপআপ উইন্ডো আসবে, যেটাতে "English (united stats)" লেখা, সেখানে ক্লিক করে ড্রপডাউন লিস্টে "Arabic (Saudi Arabia)" সিলেক্ট করুন, তারপর "OK" বাটন ক্লিক করুন।
৬) রিস্টার্ট চাইবে, রিস্টার্ট করে ফেলুন।
    ব্যস আপনার কাজ শেষ, মাকতাবায় শামেলা ওপেন করুন, দেখবেন সব আরবী...

উপরের ধাপগুলো বুঝতে সমস্যা হলে এই ভিডিও টি দেখে নিনঃhttp://youtu.be/Ved_b5Z8L0g



সমস্যা নাম্বার তিনঃ এই সুবিশাল সফটওয়ার না থাকলেও নির্দিষ্ট কোন কিতাব পড়া!

সমাধানঃ 
www.shamela.ws ওয়েবসাইটে গিয়ে যেকোন কিতাব সিলেক্ট করলে সাধারনত চারটা অপশন পাবেন।

১) সরাসরি অনলাইনে পড়তে পারবেন।
২) এন্ড্রয়েডের জন্য ডাউনলোড করতে পারবেন (যা পড়তে এন্ড্রয়েড মোবাইলে মাকতাবায় শামেলা বা যেকোন ইবুক রিডার ইন্সটল থাকা লাগবে)।
৩) পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন, যা Adobe Reader বা অন্য কোন পিডিএফ রিডার দিয়ে পড়তে পারবেন।
৪) .BOK ফাইল ডাউনলোড করতে পারবেন।  এবং এটা মাকতাবা শামেলা সফট দিয়েই ওপেন করতে পারবেন।

স্ক্রিনশটঃ


সমস্যা নাম্বার চারঃ মাকতাবা শামেলা ইনস্টল করা, কিতাব খোলা, কিতাব সার্চ করা ইত্যাদি ইত্যাদি...!!!
সমাধানঃ এগুলো আসলে কোন সমস্যাই না, ব্যবহার করতে করতে শিখে যাবেন। আর সধারন কিছু বিষয়ের টিউটোরিয়াল এখানে দেয়া আছে, দেখে নিতে পারেনঃ http://shamela.ws/help.php
এছাড়াও ইংরেজি মোটামুটি জানলে এই টিউটোটা দেখতে পারেন http://islaamiclibrary.wordpress.com/2009/03/01/thecomprehensivelibrary/

এর পরও কোন সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন :P

সমস্যা নাম্বার পাচঃ সব তো আরবীতে লেখা, আরবীতো বুঝিনা!
সমাধানঃ ... !!! আরবী না বুঝলে মাকতাবা শামেলা আপনার জন্য নারে ভাই! আপনি গুগলে বাংলা কিতাব সার্চ করে ডাউনলোড করুন। কারণ শামেলার সকল কিতাবই আরবী!

সমস্যা নাম্বার ছয়ঃ মোবাইলের জন্য কীভাবে ডাউনলোড করব?
সমাধানঃ 
এন্ড্রয়েডের জন্যে এখান থেকে ডাউনলোড করতে পারেনঃ http://bit.ly/1wEcyLU বা  http://bit.ly/1vtPjHr
আইওএস ব্যবহারকারীরা এখান থেকেঃ http://bit.ly/1yBSvST
জাভা সমর্থিত মোবাইলের জন্যঃ http://bit.ly/1vbAB6L
উইন্ডোজ মোবাইলের জন্যঃ কোন সফট খুজেই পেলাম না :(



আপাতত আর কোন সমস্যা মাথা আসছেনা। আপনারা কোন সমস্যায় পড়লে কমেন্ট করুন অথবা আমাকে ইমেইল করতে পারেন rabiulislam993 @ live.com 

খোদা হাফেজ!

আমার ব্লগে আপনাকে স্বাগতম

কিছু লেখা

Copyright © রবিউল ইসলাম - Powered by Blogger