Rabiul Islam মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

ঘটনার শুরু হয়েছিল এক দুপুরে, দরসের প্রস্তুতি নিচ্ছি এমন সময় মাহদী ভাই এসে বলল আপনি কি সীরাত প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন ? আমি জিজ্ঞাস করলাম কোন প্রতিযোগিতা !? তিনি তখন আমাকে বিস্তারিত জানালেন। এবং বললেন তার ভাই আব্দুল্লাহ মারুফও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং তার কাছ থেকেই তিনি ব্যাপারটা জেনেছেন।
মাহদী ভাই আব্দুল্লাহ মারুফ ভাই কিভাবে তার পরিকল্পনা করেছেন সেটারও একটা বর্ননা দিলেন, এবং সত্যি কথা বলতে কি, আমি সেই বর্ননার ছায়া অনুসারেই আমার পরিকল্পনা লিখেছি। (ব্যপারটাকে আপনি নকলও বলতে পারেন ;) ) তো এখানে আমার কিন্তু কোন দোষ নেই, একটা জিনিস জেনে ফেলা কি দোষ !!??
এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহন করেছি দুটি কারণে, সীরাত ওয়েবসাইটের সাথে যাতে যুক্ত থাকতে পারি (একারণটি সম্ভবত সব প্রতিযোগিরই ছিল !) এবং প্রতিযোগিদের সান্তনা পুরষ্কারের লোভে :P । প্রথম সাড়িতে থাকার কথা ধারণাও করিনি। কিন্তু আলহামদুলিল্লাহ, ............
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আমি  দরসের কারণে যেতে পারিনি। রাতে যখন নেটে বসলাম দেখি আব্দুল্লাহ মারুফ ভাইয়ের একটা ম্যাসেজ "আপনি দ্বিতীয় হয়েছেন"। প্রথমে মনে করলাম তিনি মজা করছেন ! কিন্তু তিনি কেন মজা করবেন !! পরে তার কথামত ইউসুফ সুলতান সাহেবের সাথে কথা বলে জানলাম আসলেই... আলহামদুলিল্লাহ।
আমি অনুষ্ঠানে যাই নি, তাই আব্দুল্লাহ মারূফ ভাই তার অনুষ্ঠানের কার্ডটি আমাকে হাদিয়া দিয়েছেন, এইযে সেটা...



আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাকে এই সৌভাগ্য দান করেছেন, আব্দুল্লাহ মারুফ ভাইকে জাঝাকাল্লাহ, আল্লাহ তায়ালা আপনাকে সর্বদা দ্বীনের উপর থেকে তাঁর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। এবং মাহদী ভাইকেও জাঝাকাল্লাহ, আমাকে "কান ধরে" এই কাজটি করানোর জন্য :)


আমার ব্লগে আপনাকে স্বাগতম

কিছু লেখা

Copyright © রবিউল ইসলাম - Powered by Blogger