Rabiul Islam শুক্রবার, ২ মে, ২০১৪

আসসালামু আলাইকুম!

আমরা যারা তালিবুল ইলম আছি তাদের জন্য তো বটেই, সাধারণ মানুষদের জন্যও অনেক সময় আরবী লেখার প্রয়োজন পরে। যারা প্রফেশনাল তাদেরতো উইন্ডোজই আরবী করা থাকে এবং আরবী টাইপিং এর উপর দক্ষতাও থাকে। কিন্তু আনপ্রফেশলান, অথবা মাঝেমধ্যে আরবী লেখার প্রয়োজন পরে এমন লোকদের জন্য হঠাৎ করে আরবী লেখা অথবা পিসির ভাষা আরবী করে ফেলা একটা ঝামেলার কাজ। তাই আমি আজ দুটি সহজ পদ্ধতি লিখব যাতে কখনো "টুকটাক" আরবী লেখার প্রয়োজন হলে যেন কাউকে পেরেশান হতে না হয়...



প্রথম পদ্ধতিঃ 
এ পদ্ধতিটা তাদের জন্য যাদের প্রায়ই "টুকটাক" আরবী লেখার প্রয়োজন হয়। অর্থাৎ একেবারে প্রফেশনাল না, এবং একেবারে কমও না :)
বাংলা টাইপিং করার জন্য আমাদের সবার কম্পিউটারে নিশ্চয় "অভ্র" ইনসটল করা আছে। এখন শুধু এই ধাপগুলো অনুসরণ করুন

  • এখানে ক্লিক করে http://bit.ly/1paoK7C ফাইলটি ডাউনলোড করুন।  
  • ডাউনলোড করা ফাইলটি ডাবল ক্লিক করে ইনস্টল করুন। (ইনসটল করার আগে অভ্র চালু আছে কিনা দেখে নিন, চালু না থাকলে চালু করে নিন)
  • এবার অভ্রর আইকনের উপর ক্লিক করে "select keyboard layout" থেকে "ARABIC_AVRO" লে আউট টি সিলেক্ট করে দিন। 
ব্যস কাজ শেষ, এখন অভ্রতে আগে যেভাবে ফোনেটিক ভাবে বাংলা লেখতেন, সেভাবে ফোনেটিক আরবী লিখতে পারবেন।


যদি আপনার কম্পিউটারে অভ্র না থাকে তাহলে এ পদ্ধতিটি কাজ করবে না, অবশ্য বাংলা লেখার জন্য অভ্রর চেয়ে ভালো কোন সফট আমার জানামতে নেই, তাই আপনি বাংলার জন্য হলেও অভ্র ডাউনলোড করে ইনসটল করতে পারেন. ডাউনলোড লিংকঃ http://www.omicronlab.com/avro-keyboard-download.html 



দ্বিতীয় পদ্ধতিঃ
এটা একদম সহজ, যদি আপনি মাঝেমধ্যে টুকটাক আরবী লেখার প্রয়োজনবোধ করেন তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য।
  • এখান থেকে এরাবিক প্যাড সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
  • এটা পোর্টেবল তাই ইন্সটল করার দরকার নেই, শুধু ডাবল ক্লিক করে ওপেন করুন
  • এটা নোট প্যাডের মত ওপেন হবে, ভিতরে যাই লিখবেন সেটাই ফোনেটিক ভাবে আরবী হয়ে যাবে :) আপনি শুধু সেগুলো কপি করে যেখানে ইচ্ছা ব্যবহার করবেন।



ফোনেটিক কাকে বলে সেটা যদি না জানেন, ফোনেটিক হল আপনি ইংরেজিতে যে শব্দটা লিখবেন আরবীতে সেটার উচ্চারন হিসেবে শব্দ লেখা হবে। যেমন আপনি লিখলেন "kaif ant" এটা আরবীতে হয়ে যাবে "كىف انت " বাংলায় যদি লিখতেন তাহলে হত "কাইফ আন্‌ত" !
অবশ্য ইংরেজি কোন অক্ষরে আরবী কোন অক্ষরের উচ্চারন হয় সেটা আগে জানতে হবে, লিখতে লিখতেই যেনে যাবেন। অবশ্য এই সফটগুলোতে এসব লেখাই থাকে। 




আরবীতো লেখা হল, এবার বোনাস হিসেবে কিছু ওয়েবসাইটের লিংক দেই... :) 

আমি প্রযুক্তির সাথে থাকতে পছন্দ করি, সাধারন ব্লগগুলোতে না ঘুরে প্রযুক্তিব্লগ গুলোতেই বেশি ঘুরি। তো একবার চিন্তা করলাম ইংরেজিতে এত টেকনোলজি ব্লগ, বাংলায় এত টেকনোলজি ব্লগ তাহলে তো আরবীতেও অবশ্যই টেক ব্লগ থাকবে... আর আমি আরবী টেক ব্লগ গুলোতেই যদি সময় কাটাই তাহলে "ল্যাটিন" আরবীর সাথেও অভ্যস্ত হতে পারব। তাই খোজা শুরু করলাম আরবী ব্লগ, কিন্তু কি আশ্চর্য। কোন ব্লগই খুঁজে পেলাম না... ! আসলে আরবীতে আমি এতই কাঁচা যে গুগলে সার্চ করে কোনটা সাধারন ব্লগ আর কোনটা টেক ব্লগ সেটা বুঝতেই পারিনি ...

যাই হোক, অবশেষে কয়েকটি টেক ব্লগ পেয়েই গেলাম,  হয়তো অনেকেই পছন্দ করবে না, কিন্তু কি আর করার ...

www.tech-echo.com
www.techof.net/ar
www.digitalqatar.qa


তাহলে আজকের মত বিদায়, এখন আবার দরসে যেতে হবে... খোদা হাফেজ! 

আমার ব্লগে আপনাকে স্বাগতম

কিছু লেখা

Copyright © রবিউল ইসলাম - Powered by Blogger